প্রধান শিক্ষকের বাণী
প্রধান শিক্ষকের বাণ ও সংক্ষিপ্ত জীবনী
- নাম ও পরিচয়:
অলক সূত্রধর,গ্রাম : হালিতলা,উপজেলা-নবীগঞ্জ,জেলা-হবিগঞ্জ।
শিক্ষাজীবন:
সিলেট এমসি
- বাণী বিস্তারিত:
প্রাকৃতিক সৌন্দর্যের চারণ ভূমি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাংলাবাজারস্থ (জাঙ্গালপাড়া) সড়কে অবস্থিত শিক্ষা বিস্তারের অনন্য প্রতিষ্ঠান সোনার বাংলা মডেল হাইস্কুল। কোলাহলমুক্ত,নিরিবিলি পরিবেশ ও সীমানা প্রাচীর বেষ্ঠিত,নিজস্ব ভূমিতে আমাদের প্রাণের ক্যাম্পাস। এতে রয়েছে আধুনিক শ্রেণিকক্ষ, ছাত্র-শিক্ষক মিলনায়তন । সু-নাগিরক ও আলোকিত মানুষ গড়ার দৃঢ় প্রত্যয়ে প্রতিষ্ঠিত অত্র প্রতিষ্ঠান । আমরা গড়তে চাই একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় যুগোপযোগী কারিকুলামে মেধা ও মননশীল চেতনায় মনোত্তীর্ণ একদল শিক্ষার্থী।যারা সফলতার ঐশ্বর্যের বার্তা ছড়িয়ে দেবে দেশ-দেশান্তরে।