প্রধান বৈশিষ্ট্যসূমহ
প্রধান বৈশিষ্ট্যসূমহ
সোনার বাংলা মডেল হাইস্কুলের বৈশিষ্ট্যঃ
• উপজেলায় প্রখম বেসরকারী পরিপূর্ণ ডিজিটাল ক্যাম্পাস,সিসি ক্যামেরায় মনিটরিং
• প্রতি শনিবার ৫ম,৮ম এবং এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে অধ্যায় ভিত্তিক সাপ্তাহিক পরীক্ষা ।
• শিক্ষাবিদদের তত্ত্বাবধান ও নিরাপত্তা প্রাচীর বেষ্ঠিত নিরিবিলি পরিবেশ ।
• শিক্ষক ও শিক্ষার্থীদের ডিজিটাল এটেন্ডেন্স মেশিনে উপস্থিতি নিশ্চিত করণ।
• নিজেস্ব ক্যান্টিনে টিফিন ও শিক্ষা উপকরণ
• পরিপরিপূর্ণ সরকারী নীতিমালায় পরিচালিত।
• অভিজ্ঞ ও স্বনামধন্য শিক্ষাকমন্ডলী দ্বারা পাঠদান।
• সু-শিক্ষা ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন পরিবেশ।
• ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক ওয়াস ব্লক
• দরিদ্র /মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশীপের ব্যবস্থা ।
• IT শিক্ষার প্রসার ও অনলাইন সুবিধা।
• মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস পরিচালনা।
• অমনোযোগী ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কাউন্সিলিং এর ব্যবস্থা।
• প্রতিটি পরীক্ষার পর প্রগ্রেস রিপোর্ট প্রদান।
• ছাত্র,শিক্ষক ও অভিভাবকের সমন্বয়ে মতবিনিময়।শিক্ষা সহায়ক কার্যক্রম:
• প্রতি বছর নিয়মিত শিক্ষা সফর
• সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন
• বার্ষিক ক্রীড়া ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা
• জাতীয় দিবস সমূহ যথাযথ মর্যাদায় পালন