আধুনিক ও সৃজনশীল শিক্ষা পদ্ধতি, নিরাপত্তা প্রাচীর বেষ্ঠিত নিরিবিলি পরিবেশ ও প্রতিশ্রতি বাস্তবায়নে অত্র প্রতিষ্ঠান দ্য়বদ্ধ। শিক্ষা-দীক্ষা, শিল্প-সংস্কৃতি ও খেলাধুলা সহ সকল ক্ষেত্রেই প্রতিষ্ঠানটির রয়েছে গৌরব উজ্জ্বল সাফল্য। মোবাইল: ০১৭২৮০৫৬৭০৪-০১৮১৭১০২৬৬৭
সম্মানিত সুধী,
সু-হৃদ অভিবাবক,প্রিয় শিক্ষার্থী বৃন্দ সালাম/আদাব ও শুভেচ্ছা নিবেন।
স্বপ্নের প্রজন্ম গড়ে তোলার নিমিত্তে কুর্শি ইউনিয়নের ঐতিহ্যের বাহক সোনার বাংলা মডেল হাইস্কুল বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। বৈশ্বিক মহামারি করুনায় ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বাস্তবমুখী উদ্যোগ নেয়া হয়েছে। অধ্যায় ভিত্তিক সাপ্তাহিক মডেল টেষ্ট পরীক্ষা ,ডিজিটাল শ্রেণি কক্ষ ও সিসি ক্যামেরায় শিক্ষার্থীদের নিরাপত্সতা নিশ্চিত করণ এবং শ্রেণি কক্ষ পর্য বেক্ষণ,ডিজিচাল এটেন্ডেন্স মেশিনে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করণ ছাড়াও পরীক্ষার ফলাফলসহ নিয়মিত কার্যক্রম নিজেস্ব ওয়েব সাইটে আপলোড কার্য ক্রম ২০২৩ সাল থেকেই শুরু হচ্ছে । পিইসি’ই এবং এসএসসি পরীক্ষায় A+ নিয়ে শতভাগ পাশের চ্যালেঞ্জ গ্রহণ করেছে সোনার বাংলা মডেল হাইস্কুল। ২০২২ সালের এসএসসি পরীক্ষায় ২টি এ প্লাস এবং নিম্ন ৪.৫০ নিয়ে শতভাগ নিয়ে উত্তীণ হয়েছে। এছাড়াও দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিশেষ ছাড়ের ব্যবস্থা ছাড়াও সরকারী উপ-বৃত্তির ব্যবস্থা সংযুক্ত করা রয়েছে। আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। ডিজিটাল প্রযুক্তি সংযোজিত আধুনিক ক্যাম্পাসে সকলেই আমন্ত্রিত। আমাদের এলাকায় প্রাইভেট শিক্ষার নামে চুক্তি ভিত্তিক কোচিং বাণিজ্য পুরো শিক্ষা ব্যস্থাকেই দেউলিয়া করে দিচ্ছে। বঞ্চিত হচ্ছে মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীরা। সীমানা প্রাচির বেষ্টিত নিরিবিলি পরিবেশ আর কঠোর নিরাপত্তায় প্রতিষ্ঠিত সোনার বাংলা মডেল হাইস্কুল ক্যাম্পাস। শিক্ষার্থীদের টিফিন ব্যবস্থা ছাড়াও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী ক্রয়ের জন্য নিজেস্ব ক্যাম্পাসে স্থাপিত হয়েছে জায়েদা বিবি সততা ষ্টোর (ক্যান্টিন)। কথা ও কাজের মিল রেখে বাস্তব নীতির ভিত্তিতে পরিচালিত হচ্ছে সোনার বাংলা মডেল হাইস্কুল। এছাড়াও শিক্ষাবিদ ও মনোবিজ্ঞানীদের গবেষণার আলোকে প্রতিটি শ্রেণি কক্ষে ৩০ (ত্রিশ) এর অধিক শিক্ষার্থী ভর্তি করা হবে না। ভর্তির ক্ষেত্রে মেধাকেই প্রাদান্য দেয়া হয়। বিশেষ আকর্ষণ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত কম্পিউটার ল্যাব ও সেলাই মেশিন নিয়ে কারগরী শিক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। ২০২৩ সালের মধ্যে উল্লেখিত সকল কার্যক্রম বাস্তবায়নে আমরা প্রতিশ্র“তিবদ্ধ। আমরা শিক্ষা ক্ষেত্রে প্রতিযোগীতায় বিশ্বাসী। মিথ্যা আশ্বাস আর প্রহসনের নীতিকে সবর্দা ঘৃণা করি। মহান মুক্তিযোদ্ধের চেতনা আর দেশ প্রেম আমাদের মূলনীতি। আমাদের সকল কার্যক্রম পর্যবেক্ষণের জন্য নিজস্ব ওয়েবসাইট উন্মোক্ত হয়েছে । আসুন দেশ গড়ার শপথ নিয়ে আলোর মিছিলে সামিল হই। অবিচল আস্থা আর স্বপ্নের অভিযাত্রায় সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থী।
অলক সূত্রধর,
প্রধান শিক্ষক
সোনার বাংলা মডেল হাইস্কুল
বাংলাবাজার,নবীগঞ্জ,হবিগঞ্জ।
সোনার বাংলা মডেল হাইস্কুল
এসো মিলি স্বপ্নের মোহনায়.... এম এ বাছিত
দেশ ও জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রজন্মের লালিত স্বপ্ন বাস্তবায়নে এর কোন বিকল্প নেই। ডিজিটাল বিশ্বায়নে শিক্ষা ব্যবস্থায় অনেক পরিবর্তন এসেছে। আমাদের দেশে চালু হয়েছে সৃজনশীল পদ্ধতির শিক্ষা ব্যবস্থা।
এ পদ্ধতি সম্পর্কে এখনো অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকের পরিপূর্ণ ধারনা তৈরী হয়নি। এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের গ্রেডিং নিয়ে উদাসীন অভিভাবক মহল। সুষ্ঠ ব্যবস্থায় কলেজ লেবেল তথা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য জাতীয় নীতিমালা প্রণয়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিটি সরকারী-বেসরকারি কলেজে ভর্তি নীতিমালায় কলেজ ভিত্তিক আসন সংখ্যা এবং গ্রেডিং লেবেল নির্ধারন করে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়। এক্ষেত্রে গ্রেডিংয়ের পাশাপাশি বিষয় ভিত্তিক সর্বমোট প্রাপ্ত নাম্বারে গুরুত্ব দেয়া হয়। অনলাইন ভিত্তিক ভর্তি কার্যক্রমে কারো কোন তদবির বা ভূমিকা রাখার সুযোগ নেই। এক্ষেত্রে চাহিদা সম্পন্ন প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে অবশ্যই গ্রেডিং লেবেলে উন্নতি করতে হবে। এটি শিক্ষা ও চাকুরি জীবনে অত্যধিক গুরুত্ব পূর্ণ। শুধু মাত্র এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেই হবেনা। জীবনে প্রতিষ্ঠা পেতে হলে গ্রেডিং বিষয়ে শুরু থেকেই সচেতন থাকা আবশ্যক। অন্যথায় কাংখিত স্বপ্ন অংকুরেই বিনষ্ট হবে। দুঃখজনক হলেও এসব ক্ষেত্রে অভিভাবক মহল খুবই উদাসীন। কোচিং বাণিজ্য এবং গাইড ভিত্তিক শিক্ষা নিষিদ্ধ করা হলেও বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছেনা। এছাড়াও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে কিল্ডারগার্টেন প্রতিষ্ঠানগুলোর জন্যে এখনো কোন নীতিমালা তৈরী হয়নি। যা খুবই দুঃখজনক। অথচ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় নেতৃত্ব দিচ্ছে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান। দেশে প্রায় ৫ লক্ষাধিক কিল্ডারগার্টেন গড়ে উঠেছে। সরকারী নীতিমালার দৈন্যদশায় এসব প্রতিষ্ঠানকে অনেক দুর্ভোগ পোহাতে হয়। কিল্ডারগার্টেন জার্মানী শব্দ। শাব্দিক অর্থ শিশুদের বাগান। ১৯৩৭ সালে বিখ্যাত জার্মান শিক্ষাবিদ ফ্রেডরিক স্রোয়েল তার নিজ বাড়িতে কিল্ডারগার্টেন শিক্ষার প্রচলন শুরু করেন। সরকারী শিক্ষার পরিপূরক হিসেবেই প্রাইভেট প্রতিষ্ঠান কিল্ডারগার্টেনের অভিযাত্রা। বৈশ্বিক মহামারি করোনায় বিপর্যস্থ শিক্ষা ব্যবস্থা। বিশেষ করে শিক্ষার শিখড় প্রাথমিক শিক্ষায় ভয়াবহ অবস্থা। আমার নিজ প্রতিষ্ঠান সোনার বাংলা মডেল হাইস্কুলের গতিশীল কার্যক্রম অনেক ব্যহত হয়েছে। প্রতিষ্ঠানের করুণ পরিণতিকে মাটিচাপা দিয়ে প্রতিশ্রুতি পূরণে আবারো ক্ষুদ্র প্রয়াস এলাকায় শিক্ষার উন্নয়ন।
সেই আলোকে আমাদের প্রাতিষ্ঠানিকে শ্লোগান ”শিক্ষাই শক্তি’ আর জ্ঞানই সম্পদ”। সহজ কথায় প্রতিটি পরিবারে কমপক্ষে একটি সন্তানকে দেশ প্রেমিক সু-নাগরিক হিসেবে সঠিক শিক্ষায় পরিণত করা গেলে সেটা এক সময় স্থায়ি সম্পদে পরিণত হয়। ঐতিহ্য সুরক্ষায় হয় শ্রেষ্ঠ সম্পদ। এই নীতিকে সামনে রেখে ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় সোনার বাংলা মডেল হাইস্কুল। সর্বশেষ শিক্ষা নীতির আলোকে দুই শিফটে পরিচালিত হচ্ছে অত্র প্রতিষ্ঠান। চমক জাগানো বিজ্ঞাপন আর মিথ্যা আশ্বাস নয়,প্রতিশ্রুতি পূরণই আমাদের অঙ্গীকার। মুসলিম শিক্ষার্থীদের নামাজের কক্ষ ও সার্বজনীন শিক্ষার্থীদের জন্যে রয়েছে গণপাঠাগার ব্যবস্থা। আপন সন্তানের বভিষ্যৎ সুরক্ষায় খোঁজ খবর নিয়ে দেখে শুনে,শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে ভর্তি করা আবশ্যক। প্রাতিষ্ঠানিক নিয়মাবলী যাচাই করেন। শিক্ষার মানদন্ডে প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থীদের সরকারি স্কলারশীপ,গ্রেডিং পদ্ধতির পরিসংখ্যানে এসএসসি পরীক্ষায় শতভাগ ধারাবাহিক সফলতাই আমাদের সম্পদ। প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন প্রতিকুলতায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস,জনপ্রতিনিধি,সরকারী কর্মকর্তা,গুনীজন,সর্বোপরি এলাকার সুধীজন আর সম্মানিত অভিভাবক মহলের সহযোগিতায় আমি কৃতজ্ঞ। ২০২৩ সাল থেকে সুরক্ষিত সীমানা প্রাচীর বেষ্ঠিত ডিজিটাল ক্যাম্পাস আর নিরিবিলি পরিবেশে পাঠদান শুরু হচ্ছে। শিক্ষা উপকরণ আর টিফিন ব্যবস্থায় ক্যাম্পাসে রয়েছে ”জায়েদা বিবি সততা ষ্টোর”। ডিজিটাল এটেন্ডেন্স মেশিনে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি,সিসি ক্যামেরায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করণ ও পাঠদান পর্যবেক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এছাড়াও প্রাতিষ্ঠানিক তথ্য নিয়মিত আপলোডের নিমিত্তে নিজেস্ব ওয়েব সাইট (www.sbmhs.com) রয়েছে। কথা ও কাজে মিল রেখে সরকারী নীতিমালা ও পরিপূর্ণ ডিজিটাল ক্যাম্পাস চালু হয়েছে। প্রজন্মের স্বপ্ন পূরণে অত্র প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। এরই ভিত্তিতে আমাদের সর্বশেষ শ্লোগান ”এসো মিলি স্বপ্নের মোহনায়”।
এম এ বাছিত
প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক
সোনার বাংলা মডেল হাইস্কুল
জাঙ্গালপাড়া সড়ক,বাংলাবাজার
নবীগঞ্জ,হবিগঞ্জ।
মোবাইল : ০১৭২৮-০৫৬৭০৪-০১৮১৭১০২৬৬৭